দর্শনার বেগমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ
দলীয় ঐক্য ও নির্বাচনী প্রস্তুতির আহ্বান
- আপলোড টাইম : ১০:২৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে
দর্শনার বেগমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত। তিনি বিএনপির ২১ দফা বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক রহিম বাদশা, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী মজনু, থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় ঐক্য বজায় রাখা ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনকে সক্রিয় রাখার আহ্বান জানান।