দামুড়হুদা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:১৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, যুগ্ম সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা।
এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শাহ জালাল বাবু, দামুড়হুদা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এসএম সুজন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য তাছির আহাম্মেদ, মেহেদী হাসান, আরিফুল ইসলাম মিলন, দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য আবদুস সালাম, বিল্লাল হোসেন, শেখ হাতেম আলী, জাহাঙ্গীর আলম মানিক, শাফায়েত হোসেন প্রমুখ।
জরুরি সভায় রমজানের পবিত্রতা রক্ষা করে সংবাদ সংগ্রহ, নিজের শরীরের প্রতি খেয়াল রাখা যত্নশীল হওয়া, মহান রাব্বুল আলামিনের ইবাদত করা, রোজা রাখা, নামাজ-কালামসহ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ওসি) মোছা. মমতাজ মহলকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।