ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

সমীকরণ, প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ৫৫ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ওলামা ও তুলাবা পরিষদের উদ্যোগে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা বন্ধ, খোলামেলা পরিবেশে খাবার হোটেল বন্ধ রাখা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবি জানানো হয় এই র‌্যালি ও সমাবেশ কর্মসূচি থেকে।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার দর্শনা পৌর শাখার উদ্যোগে এক র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর দর্শনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলবাজার মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, জেলা টিম সদস্য আব্দুর রউফ ও মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারি।

এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর আমির ও সাবেক কমিশনার সাহিকুল ইসলাম অপু, পৌর সেক্রেটারি দবির উদ্দীন, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, মাওলানা শমশের আলী, গোলজার হোসেনসহ অনেকে।

সমাবেশে বক্তারা মাহে রমজানের শিক্ষাকে ধারণ করে তাকওয়া অর্জনের আহ্বান জানান। তারা ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অনুরোধ জানান। দীর্ঘ ১৫ বছর পর এ ধরনের র‌্যালি আয়োজন করতে পেরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মেহেরপুর পৌর ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কোট মোড় এলাকা থেকে জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুস সালামের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করা। র‌্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক বকুল আলী, শহর শাখার সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি কামরুল ইসলাম নাহিদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মেহেরপুর সদরের বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের উদ্যোগে বারাদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি জুনায়িদ আল হাবিবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ওলামা ও তুলাবা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হারুন অর রশিদ, বারাদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুস সালেকিন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আনছারুদ্দিন।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা খায়রুল ইসলাম, মুফতি মামুনুর রশীদ, মুফতি ইন্তাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাওহীদ আদনান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি নূর ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল গফুর, সহ-দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি খাইরুল বাশার ও মিডিয়া সম্পাদক মুফতি আব্দুল হালীম।

অপরদিকে, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর। এসময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ ও তৌহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা আব্দুল হামিদ, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. সাদিকুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, তরিকুল ইসলাম, খলিলুর রহমান, সজল, আব্দুল হামিদ, হাফেজ আব্দুল হাশেম, নাজমুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

আপলোড টাইম : ১০:০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ওলামা ও তুলাবা পরিষদের উদ্যোগে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা বন্ধ, খোলামেলা পরিবেশে খাবার হোটেল বন্ধ রাখা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবি জানানো হয় এই র‌্যালি ও সমাবেশ কর্মসূচি থেকে।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গার দর্শনা পৌর শাখার উদ্যোগে এক র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর দর্শনা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলবাজার মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, জেলা টিম সদস্য আব্দুর রউফ ও মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারি।

এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা পৌর আমির ও সাবেক কমিশনার সাহিকুল ইসলাম অপু, পৌর সেক্রেটারি দবির উদ্দীন, সহকারী সেক্রেটারি জাহিদুল ইসলাম জাহিদ, মাওলানা শমশের আলী, গোলজার হোসেনসহ অনেকে।

সমাবেশে বক্তারা মাহে রমজানের শিক্ষাকে ধারণ করে তাকওয়া অর্জনের আহ্বান জানান। তারা ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে অনুরোধ জানান। দীর্ঘ ১৫ বছর পর এ ধরনের র‌্যালি আয়োজন করতে পেরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মেহেরপুর পৌর ছাত্রশিবিরের উদ্যোগে শহরের কোট মোড় এলাকা থেকে জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুস সালামের নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করা। র‌্যালিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক বকুল আলী, শহর শাখার সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ শাখার সভাপতি কামরুল ইসলাম নাহিদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মেহেরপুর সদরের বারাদী ইউনিয়ন ওলামা ও তুলাবা পরিষদের উদ্যোগে বারাদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মুফতি জুনায়িদ আল হাবিবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ওলামা ও তুলাবা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা হারুন অর রশিদ, বারাদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুস সালেকিন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আনছারুদ্দিন।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা খায়রুল ইসলাম, মুফতি মামুনুর রশীদ, মুফতি ইন্তাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাওহীদ আদনান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুফতি নূর ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আব্দুল গফুর, সহ-দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, প্রচার সম্পাদক মুফতি খাইরুল বাশার ও মিডিয়া সম্পাদক মুফতি আব্দুল হালীম।

অপরদিকে, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীর। এসময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ ও তৌহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার হাফেজ মাওলানা আব্দুল হামিদ, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. সাদিকুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, তরিকুল ইসলাম, খলিলুর রহমান, সজল, আব্দুল হামিদ, হাফেজ আব্দুল হাশেম, নাজমুল ইসলামসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।