ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

আলমডাঙ্গার মোহাম্মদ আলী ও ইরান মুন্সির বিকেএসপি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার মোহাম্মদ আলী ও ইরান মুন্সির বিকেএসপি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৫ম বিকেএসপি অনূর্ধ্ব ২১ বক্সিং টুর্নামেন্টে আলমডাঙ্গার স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের পক্ষ থেকে চারজন বক্সারের মধ্যে এই দুজন ব্রোঞ্জ পদক অর্জন করেন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয়।

জানা গেছে, মোহাম্মদ আলী (৫৪-৫৭) ওয়েট ক্যাটাগরিতে ১ম ম্যাচ বাই পেয়ে ২য় রাউন্ডে উঠে, এরপর ২য় রাউন্ডে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বক্সার মো. ফরহাদ আলীকে পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়, সেমিফাইনালে রাজশাহীর মর্ডান বক্সিং ক্লাবের বক্সার উৎসব আহমেদ এর কাছে পরাজিত হয়। সেখানে মোহাম্মদ আলী ব্রোঞ্জ পদক অর্জন করে।

স্বয়ম্ভর ক্রীড়া কুঠির আরেক বক্সার ইরান মুন্সী (৬৪-৬৯) ওয়েট ক্যাটাগরিতে সেমিফাইনালে উঠে বিকেএসপির নয়ন চাকমার কাছে পরাজিত হয়। সে সেখানে ব্রোঞ্জ পদক অর্জন করে।

স্বয়ম্ভর ক্রীড়া কুঠির চারজন বক্সারের মধ্যে দুজন বক্সার ব্রোঞ্জ পদক অর্জন করায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম তাদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন এবং এলাকাবাসীর জন্যও এটি একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার মোহাম্মদ আলী ও ইরান মুন্সির বিকেএসপি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন

আপলোড টাইম : ০৯:৩৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

আলমডাঙ্গার মোহাম্মদ আলী ও ইরান মুন্সির বিকেএসপি বক্সিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৫ম বিকেএসপি অনূর্ধ্ব ২১ বক্সিং টুর্নামেন্টে আলমডাঙ্গার স্বয়ম্ভর ক্রীড়া কুঠিরের পক্ষ থেকে চারজন বক্সারের মধ্যে এই দুজন ব্রোঞ্জ পদক অর্জন করেন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয়।

জানা গেছে, মোহাম্মদ আলী (৫৪-৫৭) ওয়েট ক্যাটাগরিতে ১ম ম্যাচ বাই পেয়ে ২য় রাউন্ডে উঠে, এরপর ২য় রাউন্ডে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বক্সার মো. ফরহাদ আলীকে পরাজিত করে সেমি ফাইনালে উত্তীর্ণ হয়, সেমিফাইনালে রাজশাহীর মর্ডান বক্সিং ক্লাবের বক্সার উৎসব আহমেদ এর কাছে পরাজিত হয়। সেখানে মোহাম্মদ আলী ব্রোঞ্জ পদক অর্জন করে।

স্বয়ম্ভর ক্রীড়া কুঠির আরেক বক্সার ইরান মুন্সী (৬৪-৬৯) ওয়েট ক্যাটাগরিতে সেমিফাইনালে উঠে বিকেএসপির নয়ন চাকমার কাছে পরাজিত হয়। সে সেখানে ব্রোঞ্জ পদক অর্জন করে।

স্বয়ম্ভর ক্রীড়া কুঠির চারজন বক্সারের মধ্যে দুজন বক্সার ব্রোঞ্জ পদক অর্জন করায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম তাদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন এবং এলাকাবাসীর জন্যও এটি একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন।