গাংনীতে শসা-লেবুর অস্বাভাবিক দাম, ৪ ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড টাইম : ০৯:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৮০ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে বেশি চাহিদা থাকা শসা ও লেবুর দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে বিক্রি করায় মেহেরপুরের গাংনীতে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জেল প্রশাসনের বিশেষ মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে। গতকাল শনিবার বিকেলে গাংনীর সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
তিনি জানান, রমজান মাসে শসা ও লেবুর চাহিদা বেশি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করেন। পাইকারি বাজারে প্রতি কেজি শসার দাম ৪৫ টাকা হলেও ফড়িয়ারা খুচরা পর্যায়ে ১০০ টাকার বেশি দামে বিক্রি করছিলেন। একইভাবে প্রতি হালি লেবু বিক্রি হয়েছে ৬০ টাকায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ক্যাবের মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম, গাংনী শাখার সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্যসচিব মুজাহিদুল ইসলাম ও মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা।