জীবননগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান
৩ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা- আপলোড টাইম : ০৯:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে
জীবননগরে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ইট পোড়ানোর অপরাধে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঁকা, মাধবপুর ও নারায়পুর এলাকায় খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হিরো ব্রিকস, অনিক ব্রিকস ও এম এ আর বি ব্রিকস—এই তিনটি ইটভাটাকে দুই লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক নাইম হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ অনুসারে তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এসব ভাটা কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ভাটাগুলোর চিমনি ও কাঁচামাল ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মালিকপক্ষের অনুরোধে আগামী ১৫ দিনের মধ্যে ইট সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ইটভাটা মালিকদের পরিবেশবান্ধব ব্লক ইট বা ফ্লাই অ্যাশ ইট তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।