চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদানকালে ইউএনও এম সাইফুল্লাহ
সফলতার জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে
- আপলোড টাইম : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাস সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সংস্থাটির প্রধান কার্যালয়ে গতকাল শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এদিন ১৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১২ হাজার টাকা করে ২ লাখ ২৮ হাজার টাকা তুলে দেওয়া হয়।
আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমি শুনেছি, আপনারা এর আগেও আরও একবার এককালীন শিক্ষাবৃত্তি পেয়েছেন। আত্মবিশ্বাস যে উপহার আপনাদের দিয়েছে, তা কাজে লাগাতে হবে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে। দেশের কথা ভাবতে হবে। উচ্চ শিক্ষার পাশাপাশি, মানবিক মানুষ হতে হবে। শিক্ষাকাল থেকেই মানবিক চর্চা করতে হবে।’
এম সাইফুল্লাহ আরও বলেন, ‘আমার বিশ্বাস, আত্মবিশ্বাস এ অঞ্চলের বহু মানুষের পাশে দাড়িয়েছে। শিক্ষাবৃত্তির পাশাপাশি আরও অনেক কাজ করে আত্মবিশ্বাস।’ তিনি একটি গল্প তুলে ধরে বলেন, ‘একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন মাটি খোঁড়া, একজন গাছ লাগানো এবং একজন মাটি ভরার করার দায়িত্ব পেলেন। মাটি খোঁড়া এবং মাটি ভরাট করার লোক এসেছেন, কিন্তু গাছ লাগানো লোক আসতে পারেননি। তো একজন মাটি খুঁড়েছে এবং অন্যজন মাটি ভরাট করেছে। দুজন দুজনার কাজ করেছেন। কিন্তু গাছ লাগানো হয়নি। মানে দেখতে গেলে কোনো কাজই হয়নি। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। প্রত্যেক কাজ যেন ফলপ্রসূ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, ‘পিকেএসএফ বা আত্মবিশ্বাসের এই আয়োজন তখন সফল হবে, যখন তোমরা সফল হবে। তোমাদের সফলতাই এই প্রতিষ্ঠানের সফলতা। সফলতার জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে।’
সভাপতির বক্তব্যে আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের সহযোগিতায় আজ অনেক মানুষ, অনেক উদ্যোক্তা সফল। আমরা দীর্ঘদিন থেকে পিকেএসএফের সহযোগিতায় শিক্ষাবৃত্তি প্রদান করছি। এবার যারা পেলেন, এই ব্যাজটি এসএসসি পরীক্ষার পর আরেকবার এককালীন শিক্ষাবৃত্তি পেয়েছিলেন। আমরা মুখ চেয়ে আছি তোমাদের দিকে, তোমরা একদিন অনেক অনেক পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। দেশের কল্যাণে কাজ করবা।’
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার। এমআইএস অফিসার জাহাঙ্গীর আলমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আক্কাস আলী, সহকারী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) একেএম হাসানুজ্জামান, সহকারী পরিচালক (মাইক্রোক্রেডিট) মো. আবু সাদাত রিমু, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ।