ঝিনাইদহে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপলোড টাইম : ০৮:২৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের উপলক্ষে ঝিনাইদহ জেলার বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, ‘এই কার্যক্রম সম্পন্নে অনেকেরই অবদান রয়েছে। কেউ অর্থ দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, আবার কেউ সময় দিয়ে সহযোগিতা করেছেন। সকলকে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ। তবে সর্বসাধারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন এমন মানবিক কাজে সর্বোচ্চ এগিয়ে আসার চেষ্টা করেন। সেই সাথে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমরা যেন সফলভাবে এবং সততার সাথে দেশ ও মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে পারি।’