সরকারি মাহতাবউদ্দিন কলেজের প্রভাষক সেলিনা আক্তারের পিএইচডি ডিগ্রি লাভ
- আপলোড টাইম : ০৮:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিনা আক্তার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে এই ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল, ‘মুসলিম সমাজে লোকসংস্কৃতির প্রভাব: পরিপ্রেক্ষিত বৃহত্তর যশোর জেলা।’
গত ২৬ ফেব্রুয়ারি, ইবিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সেলিনা আক্তারের পিএইচডি ডিগ্রি অনুমোদিত হয়। তার গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান।
ব্যক্তিগত জীবনে সেলিনা আক্তার দুই সন্তানের জননী এবং ঝিনাইদহ পৌরসভার শিকারপুর গ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তিনি ইসলামী মূল্যবোধ ও অনুশাসনকে লালন করে চলেন এবং এই অ্যাওয়ার্ডের জন্য আল্লাহপাকের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সেলিনা আক্তার বলেন, ‘আমার গবেষণায় যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে তত্ত্বাবধায়ক প্রফেসর ড. এস এম রেজওয়ান ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’