মুজিবনগরে অগ্নিকাণ্ডে ভাঙাড়ির দোকান ভস্মীভূত
- আপলোড টাইম : ০৮:১৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাঙাড়ির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে আলমগীর হোসেনের মালিকানাধীন দোকানে আকস্মিক আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের বরাতে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও মুজিবনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আশপাশের এলাকা ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে আগুনে দোকানের সব মালামাল পুড়ে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা পাওয়া গেছে। তবে কোনো নাশকতা বা অন্য কোনো রহস্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।