নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার দাবি
চুয়াডাঙ্গা, মুজিবনগর ও ঝিনাইদহে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র্যালি
- আপলোড টাইম : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা, মুজিবনগর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে এসব র্যালি বের হয়। র্যালিতে অংশ নেওয়া নেতারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানান।
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালিটি বের হয়ে বড় বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদের সভাপতিত্বে বড় বাজার চৌরাস্তার মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামী ছত্রিশিবির জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রশিক্ষণ সম্পাদক মোতালেব হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম, চুয়াডাঙ্গা পৌর সভাপতি আবু রায়হানসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।
এদিকে, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বড় বাজার চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা জামায়াতের আমির বেলাল হুসাইন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, নায়েবে আমির মাহাবুব আশিক শফিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে আলমডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে আল-তায়েবা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মাহে রমজানের স্বাগত র্যালি শেষ হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, যেখানে রমজান উপলক্ষে বিশ্বের সকল দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রীর দাম কমানো হয়, সেখানে প্রিয় মাতৃভূমিতে ব্যবসায়ী সিন্ডিকেট সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার জন্য উদগ্রীব হয়ে পড়ে। তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে জনসাধারণের কাছে আহব্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব জামায়াতের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. দারুস সালাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের আমির মো. মাহের আলী, নায়েবে আমির মো. জুলফিকার আলী, পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ হাসান, উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার সকল দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
অপর দিকে, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখি, ধূমপান না করি’- এমন নানা স্লোগানে দামুড়হুদায় স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে দেউলীর মোড় থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা শহর, বাসস্ট্যান্ড চত্বর হয়ে দামুড়হুদা চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবেদ-উদ-দৌলা টিটন, সহকারী সেক্রেটারি জেনারেল আবুল বাশার, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কাশেম, হাউলী ইউনিয়নের আমির ওবাইদুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা।
এদিকে, জীবননগরে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর জীবননগর উপজেলা শাখার আয়োজনে গতকাল বিকেলে র্যালিটি বের হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী অ্যাড. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা তারবিয়্যাত সম্পাদক মো. জিয়াউল হক, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা উলামা সম্পাদক মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা বেলাল হোসেন, সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক, বায়তুলমাল সম্পাদক মো. আসাবুল মল্লিক, আইটি সম্পাদক মো. হারুন অর রশিদ, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর সেক্রেটারি ইবরাহিম খলিল, সহকারী সেক্রেটারি আহমদ আলী, পৌর বায়তুলমাল সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
অপর দিকে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুজিবনগর উপজেলা শাখা। গতকার শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারের এমবিআর মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কেদারগঞ্জ মোড় ও বল্লভপুর কবরস্থান মোড় প্রদক্ষিণ করে। বিক্ষোভ র্যালিটি কেদারগঞ্জ বাজারে ফিলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি খাইরুল বাসারের সঞ্চালনায় র্যালি ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। এছাড়া বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ফজলুল হক গাজী, মোশাররফ হোসেন, মুস্তাফিজুর রহমান, আমিনুল ইসলাম, আমীর হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এছাড়া, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্বাধীন চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
এতে বক্তব্য দেন জামায়াতের জেলা আমির ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, শহর আমির অ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা উচিত।’ মিছিল থেকে দাবি জানানো হয়, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা হোক। র্যালিতে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশ নেন।