ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

আজ থেকে ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় সমিতির জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জরুরি বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে শনিবার (আজ) থেকে জেলার সব ইটভাটায় ইট প্রস্তুতসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
জরুরি বৈঠকে সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় ইটভাটা মালিক সমিতির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করা হবে।’ তিনি জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী মঙ্গলবার থেকে জেলার সকল উপজেলায় বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান হবে এবং ১১ মার্চ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আরও বলেন, ‘ইট শিল্প রক্ষায় জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই শিল্প টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মোতালিব, সহসভাপতি আসিরুল ইসলাম সেলিম, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন লিটন, কোষাধ্যক্ষ আবিদুদ্দোজা কেবল ও নির্বাহী সদস্য হায়দার আলী। এছাড়া বৈঠকে সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, মেহেদী খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আজ থেকে ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জরুরি বৈঠক

আপলোড টাইম : ১১:৪৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টায় সমিতির জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ জরুরি বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে শনিবার (আজ) থেকে জেলার সব ইটভাটায় ইট প্রস্তুতসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
জরুরি বৈঠকে সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় ইটভাটা মালিক সমিতির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির জরুরি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়েও কর্মসূচি পালন করা হবে।’ তিনি জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী মঙ্গলবার থেকে জেলার সকল উপজেলায় বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান হবে এবং ১১ মার্চ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আরও বলেন, ‘ইট শিল্প রক্ষায় জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই শিল্প টিকিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।’
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি খাজা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মোতালিব, সহসভাপতি আসিরুল ইসলাম সেলিম, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন লিটন, কোষাধ্যক্ষ আবিদুদ্দোজা কেবল ও নির্বাহী সদস্য হায়দার আলী। এছাড়া বৈঠকে সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, মেহেদী খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।