সম্প্রতি প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি-১৫৬৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এসময় লেখকদের স্বরচিত লেখা পাঠ, সম্প্রতি প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এস এম ইস্রাফিল, অধ্যাপক আবদুল মোহিত প্রমুখ উপস্থিত ছিলেন। ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন শেখ সেলিম। স্বরচিত কবিতা পাঠ করেন হেলাল হোসেন জোয়ার্দ্দার, মিম্মা সুলতানা মিতা, আব্বাস উদ্দিন, চিরায়ত কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান।
এরপর লে. ইমরান আহমেদ চৌধুরী রচিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও গণহত্যা’, পিণ্টু রহমান রচিত ‘যে মন্দিরে পতিতারা রানি’, মোস্তাফিজ ফরায়েজী রচিত ‘হেমলকের ঘ্রাণ’, আতিকুর ফরায়েজী রচিত ‘অতল জলের গভীরতা’, ডা. আব্দুর রহমান রচিত ‘দেশটা কারো বাপের না’, ডা. তোফাজ্জেল হোসেন রচিত ‘আমার ছেলেবেলায় দেখা ৭১’ ও ‘সান্ত¡নার পরশ পাখি (জুই)’ গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
যথাক্রমে আলোচনা করেন মো. তৌহিদ হোসেন, অধ্যাপক আব্দুল মোহিত, অধ্যাপক এস এম ইস্রাফিল, অধ্যাপক সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ।