খুন হলেন প্রতিবেশী গরু ব্যবসায়ী
শৈলকূপায় দুই ভাইয়ের সংঘর্ষ-বিবাদ থামাতে গিয়ে বিপত্তি
- আপলোড টাইম : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে শফিকুল ইসলাম সুফি শেখ (৩৫) নামে এক গরু ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বন্দেখালী গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত সুফি শেখ বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। এ ঘটনায় ইদু নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ এই হত্যাকা-ের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ধলহরচন্দ্র ইউনিয়নের মেম্বার আবুল হোসেন জানান, চার কাঠা জমি রিয়ে বন্দেখালী গ্রামের মোবারক হোসেনের দুই ছেলে সাকেন আলী ও ইদুর মধ্যে দ্বন্দ ছিল। গতকাল সকাল ৯টার দিকে ইদু তার আপন ভাই সাকেন আলীর জমি দখল করতে যান। জমি দখল করা নিয়ে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হলে প্রতিবেশী সুফি শেখ তাদের মারামারি থামাতে গেলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ইদু। সুফি শেখকে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত’র স্ত্রী লিখা খাতুন জানান, তার স্বামী একজন গরু ব্যবসায়ী। দুই ভাইয়ের মারামারি থামাতে গেলে ইদু তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তিনি এই খুনের বিচার দাবি করেন। শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মণ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।