ঝিনাইদহে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবিপার্টি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের কেন্দ্রীয় স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি যুবপার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন এবি পার্টির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ইয়ামিনুর রহমান, মাগুরা জেলা এবি পার্টির আহ্বায়ক ইমরান নাজির, ঝিনাইদহ জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাড. মতিয়ার রহমান, সদস্য সচিব নাজমুস সায়াদাত, কেন্দ্রীয় যুব পার্টির নেতা মাহাফুজুর রহমান ইমতু প্রমূখ। মতবিনিময় সভা শেষে আগামী ৩ মাসের জন্য অ্যাড. মতিয়ার রহমানকে আহ্বায়ক ও নাজমুস সায়াদাতকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।