ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের বিষয়খালীতে ট্রাকচাপায় সব্যসাচী রায় (২৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সব্যসাচী রায় যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে। তিনি রাজশাহীতে আরআরএফ এনজিওর অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সব্যসাচী রায় কর্মস্থল রাজশাহী থেকে মোটরসাইকযোগে নিজ গ্রাম যশোরের মনিরামপুরে ফিরছিলেন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে ঝিনাইদহ দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া বলেন, ‘ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত হওয়ার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দুর্ঘটনার কারণে মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। লাশ উদ্ধারের পর যানজট নিরসন করা সম্ভব হয়।’
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা তানভীর হাসান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এ দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিরসন করা সম্ভব হয়।’
বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার পর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

আপলোড টাইম : ১১:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

ঝিনাইদহের বিষয়খালীতে ট্রাকচাপায় সব্যসাচী রায় (২৮) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সব্যসাচী রায় যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে। তিনি রাজশাহীতে আরআরএফ এনজিওর অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সব্যসাচী রায় কর্মস্থল রাজশাহী থেকে মোটরসাইকযোগে নিজ গ্রাম যশোরের মনিরামপুরে ফিরছিলেন। ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে ঝিনাইদহ দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া বলেন, ‘ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত হওয়ার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দুর্ঘটনার কারণে মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। লাশ উদ্ধারের পর যানজট নিরসন করা সম্ভব হয়।’
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা তানভীর হাসান বলেন, ‘সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এ দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিরসন করা সম্ভব হয়।’
বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার পর নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’