শিরোনাম:
গাংনীতে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার
প্রতিবেদক, গাংনী:
- আপলোড টাইম : ১১:২১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের নওপাড়া ব্রিজের ওপর বস্তুগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ছিনতাইয়ের উদ্দেশ্যে ব্রিজের ওপর বস্তুগুলো রেখে অবস্থান নিয়েছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, উদ্ধারকৃত বস্তুগুলো নিরাপদ স্থানে নিয়ে পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
ট্যাগ :