ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয়

দামুড়হুদার জয়রামপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ১১:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / ১৬ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মালিতাপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার বিকেল সাড়ে চারটায় ‘জয়রামপুর আমরা কজন’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়রামপুর মালিতাপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন হাউলী ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, কার্পাসডাঙ্গা কলেজের প্রফেসর ইদ্রিস আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য হুমায়ূন কবির ডাবলু, জান্নাত আলী ও বাবু। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান।
সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। এটি তরুণ প্রজন্মের স্বপ্ন ভেঙে চুরমার করে, স্বাস্থ্য ও নৈতিকতাকে বিপন্ন করে। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।’
বক্তারা আরও বলেন, ‘মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। মাদকের ছোবলে তরুণ, কিশোর ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, মাদককে না বলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয়

দামুড়হুদার জয়রামপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মালিতাপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকার শুক্রবার বিকেল সাড়ে চারটায় ‘জয়রামপুর আমরা কজন’ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়রামপুর মালিতাপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন হাউলী ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, কার্পাসডাঙ্গা কলেজের প্রফেসর ইদ্রিস আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য হুমায়ূন কবির ডাবলু, জান্নাত আলী ও বাবু। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান।
সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংসের পথে ঠেলে দেয়। এটি তরুণ প্রজন্মের স্বপ্ন ভেঙে চুরমার করে, স্বাস্থ্য ও নৈতিকতাকে বিপন্ন করে। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।’
বক্তারা আরও বলেন, ‘মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। মাদকের ছোবলে তরুণ, কিশোর ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, মাদককে না বলি এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।’