প্রায় ৩ কোটি টাকার ৪টি স্বর্ণের বার জব্দ
ভারতে পাচারের আগে দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযান
- আপলোড টাইম : ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ স্বর্ণ জব্দ করা হয়। বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি বাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে স্বর্ণের বার লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৯৬/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়।
পরে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে ওই গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের (৩৫) বসতবাড়ির নিকটবর্তী একটি পরিত্যক্ত গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এসময় গোয়ালঘরে ঝোলানো একটি নেটের ব্যাগের ভেতর সাদা বাইন্ডিং টেপে মোড়ানো দুটি প্যাকেট জব্দ করা হয়। জব্দকৃত প্যাকেট খুলে দেখা যায়, কালো স্কচটেপে মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
এ ঘটনায় বিজিবির নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।