মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল উদ্ধার
সীমান্ত পারাপারের সময় ৯ বাংলাদেশি আটক
- আপলোড টাইম : ১১:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে
মহেশপুর-৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়েছে। একই দিনে পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। গতকাল শুক্রবার মহেশপুর-৫৮ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বেনীপুর বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ৬২/৮-এস সংলগ্ন বেনীপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালায়। এসময় ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এরপর সকাল সাড়ে ৬টায় যাদবপুর বিওপি’র সদস্যরা সীমান্ত পিলার ৫০/৫-এস সংলগ্ন কানাইডাঙ্গা গ্রামের ভুট্টাখেতে অভিযান চালিয়ে আরও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। এই অভিযানেও কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। অপর দিকে, সীমান্তে নিয়মিত টহল পরিচালনার সময় খোশালপুর, বাঘাডাঙ্গা ও লড়াইঘাট বিওপি’র সদস্যরা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থায় এবং ছয়জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।