বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দামুড়হুদা উপজেলা কমিটির অনুমোদন
সোহান আহ্বায়ক ও রাশেদ সদস্যসচিব
- আপলোড টাইম : ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দামুড়হুদা উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আজাহারুল ইসলাম সোহান আহ্বায়ক ও রাশেদ হাসান সদস্যসচিব হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্যসচিব সাফফাতুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিল খাঁন, যুগ্ম আহ্বায়ক স্বপন আলী, মুক্তাদুর রহমান হৃদয়, সাইদুস সালেহীন ফাহিম অর্ক, মাহাফুজুর রহমান, মোহাম্মদ রহমতুল্লাহ রাব্বি ও ফজলে রাব্বি, যুগ্ম সদস্যসচিব শান্ত হাসান, আবু তালহা, তাওহীদুর রহমান মুন, আনোয়ার হোসেন, তুর্য মীর, জুবায়ের হোসেন ও রাফি হাসান, মূখ্য সংগঠক রাকিব, সংগঠক ইয়ামিন হোসেন, হাবিবুর রহমান, নূর আলম, শাওন হোসেন (শাহরিয়ার) ও রাফি, মুখপাত্র রিঙ্কু আক্তার, সহকারী মুখপাত্র মায়া খাতুন ও ফারিহা তাজমীন খুশি।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন- মাসুদ রানা সোহাগ, মাসুম বিল্লাহ, রবিউল ইসলাম সম্রাট, রাতুল, আব্দুর রহিম, মীর বায়জীদ, খালিদ হাসান, আব্দুল্লাহ আল কাফী শাকিব, সাদিক খাঁন, মেধা, ফাহিম শাহারিয়ার রিজভী, সিয়াম খাঁন, হাসিবুল হাসান, বন্যা খাতুন, জীবন আলী, ফারিয়া তাসনিম ফিহা, ইসতিয়াক আহম্মেদ, নাইমুর হাসান টরিক, জুবায়ের হোসেন, তাছমিদ আহমেদ তুষার, জুবায়ের হোসেন, তামজিদ হোসেন, সোহান হোসেন, মেহেদী খান, নাদিম আখতার সিদ্দিকী, রিয়াজ হোসেন তানজিল আহম্মেদ, ফেরদৌস রহমান মারুফ, শিপন বিশ্বাস, ফাহিম মুনতাসির, লাবিব ইসলাম, আকাশ মিয়া, সাইফুল ইসলাম, জুবারের, মাহফুজ আহমেদ, সাদিকুর রহমান, ইয়াসিন হোসেন ও হাসিবুল মন্ডল।