চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্ট
আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্টে আ.লীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখপাড়া ও সদর উপজেলার ধুতুরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার মৃত ইউনুস আলীর ছেলে সামিউল আলিম শরিফ (৩২) ও ধুতুরহাট গ্রামের মৃত সুরত আলীর ছেলে পদ্মবিলা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ ও মহাদেব পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ভিন্ন ভিন্ন মামলার আসমি। চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার (আজ) তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এস এম আশরাফুল করিম ওরফে রিপন শাহকে (৫৩) করা হয়েছে। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মামলা নং-১০, তাং ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ১৮৬০; তৎসহ ৩/৪/৬ বিষ্ফোরক দ্রব্য আইন ১৯০৮। গতকাল বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে, চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের কর্মী মো. মেহেদী হাসান সাহেবকে (৩৫) গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুবলপুর ঈদগাহ এলাকা হতে তাকে গেপ্তার করা হয়। তিনি উপজেলার সুবলপুর বটতলা পাড়া হাসপাতাল পাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশজুড়ে চলছে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে অংশ হিসেবে দামুড়হুদা মডেল থানার এসআই কৃপা সিন্ধু মৃধা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুবল পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ সক্রিয় কর্মী সুবুলপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান সাহেবকে গ্রেপ্তার করেন। যার মামলা নম্বর ০৫।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ডেভিল হান্ট অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।