ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর ৩ লাখ টাকা খোয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

জীবননগরে যাত্রীবাহী বাসে সিরাজুল ইসলাম নামের (৫২) এক গরু ব্যবসায়ীকে অচেতন করে নগদ ৩ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত আদিল হকের ছেলে।

ওই গরু ব্যবসায়ীর ছেলে আবু সাইদ বলেন, তার বাবা সকালে নগদ ৩ লাখ টাকা নিয়ে জীবননগরের শিয়ালমারি পশুহাটের উদ্দেশ্য বের হন। তিনি লোকাল বাসে করে যাচ্ছিলেন। বেলা একটার দিকে লোক মারফতে জানতে পারেন তার বাবাকে অচেতন করে নগদ ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, বাসের মধ্যে থাকা পরিচিত গরু ব্যবসায়ীরা তার বাবাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার ধারণা, অজ্ঞানপার্টির সদস্যরা যে কোনো উপায়ে অচেতন করে এই টাকা লুট করে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিংবা স্প্রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর ৩ লাখ টাকা খোয়া

আপলোড টাইম : ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে যাত্রীবাহী বাসে সিরাজুল ইসলাম নামের (৫২) এক গরু ব্যবসায়ীকে অচেতন করে নগদ ৩ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিরাজুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের মৃত আদিল হকের ছেলে।

ওই গরু ব্যবসায়ীর ছেলে আবু সাইদ বলেন, তার বাবা সকালে নগদ ৩ লাখ টাকা নিয়ে জীবননগরের শিয়ালমারি পশুহাটের উদ্দেশ্য বের হন। তিনি লোকাল বাসে করে যাচ্ছিলেন। বেলা একটার দিকে লোক মারফতে জানতে পারেন তার বাবাকে অচেতন করে নগদ ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, বাসের মধ্যে থাকা পরিচিত গরু ব্যবসায়ীরা তার বাবাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার ধারণা, অজ্ঞানপার্টির সদস্যরা যে কোনো উপায়ে অচেতন করে এই টাকা লুট করে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিংবা স্প্রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করে পর্যবেক্ষণ করা হচ্ছে।