ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় মাহে রমজানের আগমনে ইসলামী আন্দোলনের মিছিল

ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার আহ্বান

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শহিদ হাসান চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন জেলা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আকরাম হুসাইন। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি তুষার ইমরান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নাজিম উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ। র‍্যালির আগে সমাবেশে নেতৃবৃন্দ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো- মহান আল্লাহ তা’আলা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতীত প্রাপ্তবয়স্ক অন্য সকল ইমানদারের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এ জন্য সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। পবিত্র মাহে রমজানে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ, বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে সাধারণ রোজাদারগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হন। এ জন্য ব্যবসায়ীসহ সকল মহলের কর্তব্য অবৈধ মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে চেষ্টা করতে হবে। সমাজ থেকে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ সমাজ, রাষ্ট্র ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধ রাখতে হবে। দেশের স্থায়ী শান্তি ও মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কুরআন নাযিলের এই মাসে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জানমাল, সময়-শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে। অতএব, সকলের ওপর ঈমানী দায়িত্ব হলো, রমজানের হক সঠিকভাবে আদায় করা এবং পবিত্রতা রক্ষায় সচেষ্ট হতে হবে।

এদিকে, পবিত্র মাহে রমজানের গুরুত্ব উপলব্ধি করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে স্বাগত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় বড় বাজার শহিদ হাসান চত্বরে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে দোয়া ও মোনাজাতের ম্যামে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা আবু হুরায়রা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও এর গুরুত্ব তুলে ধরে আলোচনায় বক্তারা সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় মাহে রমজানের আগমনে ইসলামী আন্দোলনের মিছিল

ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার আহ্বান

আপলোড টাইম : ০৯:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শহিদ হাসান চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসান চত্বরে এসে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন জেলা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আকরাম হুসাইন। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি তুষার ইমরান, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নাজিম উদ্দীন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ। র‍্যালির আগে সমাবেশে নেতৃবৃন্দ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো- মহান আল্লাহ তা’আলা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতীত প্রাপ্তবয়স্ক অন্য সকল ইমানদারের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এ জন্য সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। পবিত্র মাহে রমজানে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ, বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে সাধারণ রোজাদারগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হন। এ জন্য ব্যবসায়ীসহ সকল মহলের কর্তব্য অবৈধ মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে চেষ্টা করতে হবে। সমাজ থেকে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ সমাজ, রাষ্ট্র ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধ রাখতে হবে। দেশের স্থায়ী শান্তি ও মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কুরআন নাযিলের এই মাসে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জানমাল, সময়-শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে। অতএব, সকলের ওপর ঈমানী দায়িত্ব হলো, রমজানের হক সঠিকভাবে আদায় করা এবং পবিত্রতা রক্ষায় সচেষ্ট হতে হবে।

এদিকে, পবিত্র মাহে রমজানের গুরুত্ব উপলব্ধি করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে স্বাগত র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় বড় বাজার শহিদ হাসান চত্বরে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে দোয়া ও মোনাজাতের ম্যামে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা আবু হুরায়রা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও এর গুরুত্ব তুলে ধরে আলোচনায় বক্তারা সকলকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।