ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

মেহেরপুরে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৮:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

‘এক দেশ এক রেট বাঁচলে কৃষক বাঁচবে দেশ’ স্লোগানে মেহেরপুর জেলা শাখার কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, মেহেরপুর সদর উপজেলা কমিটির আহ্বায়ক এস এম স্বাধীন, সদস্যসচিব উজ্জল হোসেন তানভীর, পৌর শাখার সভাপতি কাদের মিয়া প্রমুখ।

মানববন্ধনে কৃষকেরা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ ও সার কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোলেস্টোরেজ ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক পঙ্গু অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রয় করার ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করার দাবি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন

আপলোড টাইম : ০৮:৪৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

‘এক দেশ এক রেট বাঁচলে কৃষক বাঁচবে দেশ’ স্লোগানে মেহেরপুর জেলা শাখার কৃষক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি শোয়াইব হোসেন সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান, মেহেরপুর সদর উপজেলা কমিটির আহ্বায়ক এস এম স্বাধীন, সদস্যসচিব উজ্জল হোসেন তানভীর, পৌর শাখার সভাপতি কাদের মিয়া প্রমুখ।

মানববন্ধনে কৃষকেরা তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বীজ ও সার কীটনাশক সিন্ডিকেট মুক্ত করা, প্রতি উপজেলাতে কোলেস্টোরেজ ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত কৃষকের কৃষি ঋণ ও সুদ মওকুফের ব্যবস্থা করা, বয়স্ক পঙ্গু অসহায় কৃষকদের কৃষক ভাতা এবং পেনশন চালু করা, উপজেলা পর্যায়ে কৃষক বাজার তৈরি করে সরাসরি ভোক্তার কাছে মালামাল বিক্রয় করার ব্যবস্থা করা, উৎপাদন খরচ কমতে বিনামূল্যে কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে কৃষকদের জন্য কৃষি বীমা চালু করার দাবি জানান।