চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা
- আপলোড টাইম : ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক ১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অ্যাড. বজলুর রহমান এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ৯ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এছাড়া মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৭ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৮ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৯ মার্চ বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ২১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর হবে ২২ মার্চ সকাল ১০টায়।