জীবননগর বেনীপুরে পরকীয়া প্রেমিকসহ গৃহবধূ আটক
- আপলোড টাইম : ০৮:৪৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ এক গৃহবধূকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেনীপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে হাসানুর রহমান হাসানের (৩২) সঙ্গে প্রায় ১০ বছর আগে মহেশপুর উপজেলার কাজিরবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে বৃষ্টি খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের মীম (৮) ও মরিয়ম (৬) নামে দুটি কন্যাসন্তান রয়েছে।
তবে সম্প্রতি বৃষ্টি খাতুনের সঙ্গে একই গ্রামের মিণ্টু মিয়ার ছেলে এক সন্তানের জনক সাজু হোসেনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত ১০টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে বৃষ্টি খাতুন তার পরকীয়া প্রেমিক সাজুকে ঘরে নিয়ে আসে। পরে তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। এসময় স্বামী হাসানুর রহমান হঠাৎ বাড়ি ফিরে স্ত্রীকে প্রেমিকসহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে দুজনকেই আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘ঘটনাটি রাতে ঘটায় আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারিনি। তবে গৃহবধূ বৃষ্টি খাতুন ও সাজু হোসেন বর্তমানে থানা হেফাজতে রয়েছে।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ‘স্বামীর ঘরে পরকীয়া প্রেমিকসহ গৃহবধূকে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’