ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছেন ব্যবসায়ী নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে এই লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, ট-বাজার, আরাপপুর ও হামদহসহ বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফটের বিতরণকালে চেম্বার নেতারা মূল্য-তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ নির্দেশনা না মেনে কোনো অপরাধ করলে স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন দায়ভার নিবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

আপলোড টাইম : ০৮:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছেন ব্যবসায়ী নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা দোকান মালিক সমিতি, পরিবেশক সমিতি ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে এই লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলা, ট-বাজার, আরাপপুর ও হামদহসহ বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফটের বিতরণকালে চেম্বার নেতারা মূল্য-তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ নির্দেশনা না মেনে কোনো অপরাধ করলে স্থানীয় প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে ব্যবসায়ী সংগঠন দায়ভার নিবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।