কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার স্কুলশিক্ষক নিহত
- আপলোড টাইম : ০৮:৩৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক দাউদ হোসেন (৬২) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের তালেশ্বর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। দাউদ হোসেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত এলাহী মালিতার ছেলে। তিনি এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য আলী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের তালেশ্বর পৌঁছালে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন, দুর্ঘটনার স্থানটি কালীগঞ্জ উপজেলার মধ্যে। তবে মৃতদেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ কারণে সুরতহাল করবেন আমাদের থানা-পুলিশ। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তবিবর রহমান ঘটনাস্থলে গেছেন।