ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর
- আপলোড টাইম : ০৮:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ৭৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় দার্শনিক ও লেখক উইল এবং এরিয়াল ডুরান্ট একসময় বলেছিলেন, ‘শিক্ষা হলো সভ্যতার রূপায়ন’। এ কথার যথার্থতা অস্বীকার করা কঠিন। বলা যেতে পারে, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নতুন সভ্যতা তথা দেশ তথা বাংলাদেশের উন্নয়নের কারিগর।
এই ভবিষ্যৎ নির্মাণের অংশীদার হওয়ার লক্ষ্যে, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান ও দক্ষ মানবসম্পদ গঠনের উদ্দেশ্যে ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়, চুয়াডাঙ্গার ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ও বিজনেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘ইন্ডাস্ট্রিয়াল ট্যুর-২০২৫’।
গতকাল বৃহস্পতিবার আয়োজিত এই সফরের গন্তব্য ছিল কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে খ্যাত বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি.। সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একটি শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম যেমন, কাঁচামাল সংগ্রহ, মানসম্মত পণ্য উৎপাদন, বিপণন এবং ভোক্তাদের কাছে তা পৌঁছানোর প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান করা।
এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের নেতৃত্ব দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, প্রভাষক বিএম সাজেদুল করিম, প্রভাষক শাহ জালাল এবং প্রভাষক মুনিরা জয়নব নূর। সফরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিল্প কারখানার কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করতে বিআরবি গ্রুপের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) ড. শেখ শামসুজ্জামান এবং বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লি.-এর জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ব্যবসায় প্রশাসন বিভাগ ও বিজনেস ক্লাবের পক্ষ থেকে তাঁদেরকে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়।
এই আয়োজনকে সফল করতে নিরলস পরিশ্রম করেছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. শাহ জালাল এবং শিক্ষার্থী ইস্তিয়াক আহমেদ জুয়েল, হুসাইন মোহাম্মদ আসিফসহ আরও অনেকে। এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা সরেজমিনে শিল্প পরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে, যা তাদের ভবিষ্যতে ক্যারিয়ার গঠন ও পেশাগত জীবনে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।