ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

গাংনীর হৃদয় হত্যা, প্রধান আসামি জান্নাতসহ দুজন গ্রেপ্তার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৮:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২২ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে হৃদয় হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল মেকানিক জান্নাত (৩৮) ও ২ নম্বর আসামি বিপুলকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জান্নাত গাংনী উপজেলার রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে এবং বিপুল একই গ্রামের ছাদিমানের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত বুধবার দুপুরে চরগোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রামনগর বাজারে চরগোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জান্নাত ও তার সহযোগীরা। গুরুতর আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে বামন্দি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকেই জান্নাত ও তার সহযোগীরা পলাতক ছিল।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের একটি বাড়ির সামনে পাকা রাস্তা থেকে জান্নাত ও বিপুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীর হৃদয় হত্যা, প্রধান আসামি জান্নাতসহ দুজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরের গাংনীতে হৃদয় হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোটরসাইকেল মেকানিক জান্নাত (৩৮) ও ২ নম্বর আসামি বিপুলকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জান্নাত গাংনী উপজেলার রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে এবং বিপুল একই গ্রামের ছাদিমানের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গত বুধবার দুপুরে চরগোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় রামনগর বাজারে চরগোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হৃদয় হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে জান্নাত ও তার সহযোগীরা। গুরুতর আহত হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে বামন্দি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা জান্নাতের মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকেই জান্নাত ও তার সহযোগীরা পলাতক ছিল।
তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রামের একটি বাড়ির সামনে পাকা রাস্তা থেকে জান্নাত ও বিপুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।