ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

দর্শনায় পুলিশের অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

দর্শনায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে মাদক উদ্ধারসহ জব্দ করেছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাখিভ্যান। এ অভিযানে মাহাবুল রহমান ওরফে লাদেন নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করতে পারলেও মাদকসহ মোটরসাইকেল ফেলে পালিয়েছেন আরেক মাদক ব্যবসায়ী রাঙ্গিয়ারপোতার মধু মিয়া। এসময় পুলিশ মাদক বহনকাজে ব্যবহৃত একটি পাখিভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

পুলিশ জানায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে থানার এসআই মাসুদুর রহমান ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর। এসময় একটি পাখিভ্যানের গতিরোধ করে তল্লাশি করে পাখিভ্যান চালক মাহাবুল রহমান ওরফে লাদেনের (৪৫) হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি পাখিভ্যান উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মাহাবুল রহমান ওরফে লাদেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়ীয়া নতুনপাড়ার মুছা হকের ছেলে।

এদিকে, গত বুধবার বেলা পৌনে দুইটার দিকে এসআই মাসুদুর রহমান ফোর্স নিয়ে আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা রাঙ্গিয়ারপোতা-শিংনগরগামী সড়কের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মধু মিয়া (৩৮) একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ফেলে যাওয়া মোটরসাইকেলে থাকা একটি বাজার করা ব্যাগ হতে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার জব্দ করে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেরু এলাকার রিপন (৪৫) ও শান্তিপাড়ার আব্দূল খালেককে (৪৩) ৪ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় পুলিশের অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৩১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে মাদক উদ্ধারসহ জব্দ করেছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাখিভ্যান। এ অভিযানে মাহাবুল রহমান ওরফে লাদেন নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করতে পারলেও মাদকসহ মোটরসাইকেল ফেলে পালিয়েছেন আরেক মাদক ব্যবসায়ী রাঙ্গিয়ারপোতার মধু মিয়া। এসময় পুলিশ মাদক বহনকাজে ব্যবহৃত একটি পাখিভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

পুলিশ জানায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি) মুহম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে থানার এসআই মাসুদুর রহমান ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর। এসময় একটি পাখিভ্যানের গতিরোধ করে তল্লাশি করে পাখিভ্যান চালক মাহাবুল রহমান ওরফে লাদেনের (৪৫) হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন। এসময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি পাখিভ্যান উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মাহাবুল রহমান ওরফে লাদেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়ীয়া নতুনপাড়ার মুছা হকের ছেলে।

এদিকে, গত বুধবার বেলা পৌনে দুইটার দিকে এসআই মাসুদুর রহমান ফোর্স নিয়ে আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা রাঙ্গিয়ারপোতা-শিংনগরগামী সড়কের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মধু মিয়া (৩৮) একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ফেলে যাওয়া মোটরসাইকেলে থাকা একটি বাজার করা ব্যাগ হতে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার জব্দ করে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেরু এলাকার রিপন (৪৫) ও শান্তিপাড়ার আব্দূল খালেককে (৪৩) ৪ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করেছে।