আলমডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতি সভা
- আপলোড টাইম : ০৮:২৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের হলরুমে সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদুল হক ও ওসি (অপারেশন) আসগর আলী।
সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুতের ডিজিএম আবু হাসান, মৎস্য ব্যবসায়ী সোহরাব হোসেন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, বাজার পরিদর্শক সুরোত আলী, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হাফেজ মাওলানা ওমর ফারুক, সাংবাদিক নাহিদ ইসলাম প্রমুখ।
সভায় সকল ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র মাহে রমজানের একমাস দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সকলকে অনুরোধ করা হয় এবং ভেজাল মুক্ত ফলমূল ও ফরমালিন মুক্ত মাছ বিক্রয়ের জন্য পরামর্শ দেওয়া হয়।