মুন্সিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৮:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাঙ্গা উপজেলায় মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করায় রমেশ কুমার ঘোষের প্রতিষ্ঠান মেসার্স শ্রেষ্ঠ দধি ভাণ্ডার ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পানীয় বিক্রি করার অপরাধে মো. আক্তার আলমের প্রতিষ্ঠান মেসার্স কুসুম কলি ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বড় বাজারে মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও জেলা পুলিশের একটি টিম।