চুয়াডাঙ্গায় জমায়াতের কর্মী সম্মেলন
- আপলোড টাইম : ০৮:১৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জামায়াতের কর্মী সম্মেলনে জেলা সহকারী সেক্রেটারী জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য ন্যায় ও ইনসাফের কোনো বিকল্প নেই। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।’ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে ওয়ার্ড আমির মহিদুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আশিক শফি, সহকারী সেক্রেটারী ইমরান হোসেন, অফিস সম্পাদক আবু জায়েদ আনছারী ও শিক্ষা সম্পাদক মতিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের প্রচার সম্পাদক হুমাউন কবির, শ্রমিক কল্যাণের পৌর সভাপতিসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।