চুয়াডাঙ্গার গোকুলখালি ও কুলপালা সড়কে ফের ডাকাতি
- আপলোড টাইম : ০৮:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার গোকুলখালি কুলপালার মাঝে ভাদরিপুল নামক স্থানে সড়কে গাছ ফেলে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে ওই ঘটনা ঘটে। ওই রাতে রয়েল পরিবহনের একটি বাস, একটি লাটাহাম্বার ও একটি আলমসাধুতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আবির নামক এক ব্যক্তির ফেসবুক থেকে জানা যায়, গোকুলখালি কুলপালার মাঝে ভাদরিপুল নামকস্থানে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে রয়েল পরিবহনের একটি নৈশকোচ আটকিয়ে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেই। পরে বাঁশ বিক্রি করে ফিরে আসা একটি আলমসাধু থেকে ৪০ হাজার টাকা এবং আর একটি লাটাহাম্বার থেকে ৫০ হাজার টকা কেড়ে নেয় ওই ডাকাত দলের সদস্যরা। এসময় আলমসাধু চালক ও লাটাহাম্বার চালককে মারধরও করে ওই ডাকাত দলের সদস্যরা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, গোকুলখালি কুলপালার মাঝে ভাদরিপুল নামকস্থানে একটি আলমসাধু ও একটি লাটাহাম্বারের চালকের কাছ থেকে কিছু টাকা কেড়ে নিয়েছে কয়েকজন দুর্বৃত্ত, এমন একটি খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী কোনো অভিযোগ করেননি। তারপরও আলমডাঙ্গা থানা-পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি তদন্ত করছে। এবং এ ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য একাধিক পুলিশ সদস্য মাঠে কাজ করছেন।