আলমডাঙ্গায় জামায়াতের যুব বিভাগের সম্মেলন
- আপলোড টাইম : ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা মুক্তমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বিপ্লব নৎসাত করার জন্য যারা আজ নির্বাচনের বুলি উড়াচ্ছেন, আর বলছেন যে নির্বাচন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, তাহলে স্বাধীনতা থেকে বিগত ৫৩ বছর উন্নয়নের নামে কী করেছেন? তিনি আরও বলেন, সকল অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে এবং সরকারি সকল সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম ও জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হিরোক, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, জিএ (সাংগঠনিক) থানা শাখার আমির মো. আব্বাস উদ্দিন, পৌর আমির মো. মাহের আলী উপজেলা সেক্রেটারি মামুন রেজা প্রমুখ।