আলমডাঙ্গা কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ০৯:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটি আয়োজিত ‘কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল আরজু ফুড ও হালসা একাদশ।
৩ ওভার হাতে রেখেই ৪ উইকেটে জয়লাভ করে আরজু ফুড একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিরোপা ও প্রাইজমানি তুলে দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মতিয়ার রহমান (অব. ডিজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক)। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ড. মহবুব ইসলাম, মহিতুর রহমান, সাইদুর রহমান লিটন, কলেজপাড়া কল্যাণ কমিটির উপদেষ্টা খো. হাবিবুল করিম চনচল, ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি (অব.) রোকনুজ্জামান ডাবলু ।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন মেজবাহ, ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মিলন, সেরা বোলার রিপন, সেরা ব্যাটার সাদ্দাম, সর্বোচ্চ সংগ্রহকারী রান দামিল ও সেরা ফিল্ডার নির্বাচিত হন নোমান। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পায় ২০ হাজার টাকা ও রানার্সআপ দল পায় ১৫ হাজার টাকা। কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ আয়োজনে সহযোগিতা করছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও এনজিও সকল আলমডাঙ্গা।