দর্শনা কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে রমজানের সওগাত বিতরণ
বিভিন্ন বিষয়ে দাবি উত্থাপন ও সিদ্ধান্ত গ্রহণ
- আপলোড টাইম : ০৯:০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
দর্শনা কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিকদের মধ্যে রমজানের সওগাত বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনা কেরুজ সূর্যসেনা সংগঠন কার্যালয়ের সামনে কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য আব্দুল জলিল প্রমুখ।
সভায় রমজানের সওগাত বিতরণের পাশাপাশি বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও দাবি উত্থাপন করা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য- আগামী ঈদের পরবর্তী সময়ে একটি বনভোজন (পিকনিক) আয়োজন করা, কেরুজ অবসরপ্রাপ্ত শ্রমিকদের ১৮ মাসের ছুটির বকেয়া ৫% অর্থ দ্রুত পরিশোধের জন্য কেরুজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও জোর দাবি উত্থাপন। সভাটি পরিচালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহ আলম।