ইপেপার । আজ বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

দর্শনায় দুটি শ্যালোমেশিন চুরি, দুপক্ষের সংঘর্ষে আহত ৬

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

দর্শনা পৌর এলাকার পরানপুর মাঠ থেকে দুটি শ্যালোমেশিন চুরির ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে পরানপুর বটজল মাঠ ও বেঁতোগাড়ী মাঠ থেকে দুটি শ্যালোমেশিন চুরি হয়। চুরি যাওয়া শ্যালোমেশিনের মালিক- মনিরুল ইসলাম ও রুবেল হোসেন।

এদিকে, চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে পরানপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও আব্দুল মোমিনের ছেলে সিদ্দিক আলীকে (৩০) রুবেল হোসেন ও তার লোকজন মারধর করেন। এতে আরিফুল ইসলামের ডান পায়ের হাড় ফেটে যায় এবং সিদ্দিক আলী গুরুতর আহত হন বলে জানা যায়।

একপর্যায়ে আরিফুল ও সিদ্দিক চুরি হওয়া শ্যালোমেশিন ফেরত দিতে রাজি হন। তাদের ৫ দিনের সময় দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, এই সময়ের মধ্যে শ্যালোমেশিন ফেরত দিলে পুলিশে সোপর্দ করা হবে না। এরপর আরিফুল ইসলামের ভাই শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে ধরে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের মোট ৬ জন আহত হন। আহতরা হলেন- শরিফুল ইসলামের ছেলে বিজয় (১৮), বিজয়ের স্ত্রী সালমা খাতুন (২৪), সন্নতের ছেলে সাহেব আলী (২৮), আব্দুর রহিমের ছেলে রিপন (৪০)।

এদিকে, সংঘর্ষের পর পরানপুর পুরাতন ঈদগাহ পাড়ার রমজানের চায়ের দোকানে রাত ৮টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, হাজী সাহেবের মেহগনি বাগান থেকে কেউ বা কারা একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমাটি মেহগনি গাছের ডালে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমাটির মধ্যে কাঁচের মার্বেল ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘বিকেলের চুরির ঘটনাটি বুলেট ও নাহারুল মীমাংসা করে দিয়েছে। তবে বোমা বিস্ফোরণের বিষয়ে আমি কিছু জানি না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় দুটি শ্যালোমেশিন চুরি, দুপক্ষের সংঘর্ষে আহত ৬

আপলোড টাইম : ০৯:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনা পৌর এলাকার পরানপুর মাঠ থেকে দুটি শ্যালোমেশিন চুরির ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার রাতে পরানপুর বটজল মাঠ ও বেঁতোগাড়ী মাঠ থেকে দুটি শ্যালোমেশিন চুরি হয়। চুরি যাওয়া শ্যালোমেশিনের মালিক- মনিরুল ইসলাম ও রুবেল হোসেন।

এদিকে, চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে পরানপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও আব্দুল মোমিনের ছেলে সিদ্দিক আলীকে (৩০) রুবেল হোসেন ও তার লোকজন মারধর করেন। এতে আরিফুল ইসলামের ডান পায়ের হাড় ফেটে যায় এবং সিদ্দিক আলী গুরুতর আহত হন বলে জানা যায়।

একপর্যায়ে আরিফুল ও সিদ্দিক চুরি হওয়া শ্যালোমেশিন ফেরত দিতে রাজি হন। তাদের ৫ দিনের সময় দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, এই সময়ের মধ্যে শ্যালোমেশিন ফেরত দিলে পুলিশে সোপর্দ করা হবে না। এরপর আরিফুল ইসলামের ভাই শরিফুল ইসলামকে তার বাড়ি থেকে ধরে আনতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের মোট ৬ জন আহত হন। আহতরা হলেন- শরিফুল ইসলামের ছেলে বিজয় (১৮), বিজয়ের স্ত্রী সালমা খাতুন (২৪), সন্নতের ছেলে সাহেব আলী (২৮), আব্দুর রহিমের ছেলে রিপন (৪০)।

এদিকে, সংঘর্ষের পর পরানপুর পুরাতন ঈদগাহ পাড়ার রমজানের চায়ের দোকানে রাত ৮টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, হাজী সাহেবের মেহগনি বাগান থেকে কেউ বা কারা একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে। বোমাটি মেহগনি গাছের ডালে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমাটির মধ্যে কাঁচের মার্বেল ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘বিকেলের চুরির ঘটনাটি বুলেট ও নাহারুল মীমাংসা করে দিয়েছে। তবে বোমা বিস্ফোরণের বিষয়ে আমি কিছু জানি না।’