মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার
সীমান্ত পারাপারে সময় ৫ বাংলাদেশি আটক
- আপলোড টাইম : ০৯:০০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ফেনসিডিল, গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা খোশালপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে মাঠের ভুট্টা খেতের মধ্যে জেসিও-১০৫৯৭ নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া গতকাল বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ৫৮ বিজিবির যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা গোপালপুরে ড্রাগন বাগানের পাশে ধান খেতের মধ্যে জেসিও-১০৩৮১ না. সুবে. গিয়াস উদ্দিন সিকদারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ বোতল মদ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।