ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

নেহালপুরে গণসংযোগ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে রুহুল আমিন

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ

প্রতিবেদক, হিজলগাড়ী:
  • আপলোড টাইম : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার বেলা তিনটা থেকে নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজার, বোয়ালিয়া বাজার ও দোস্ত বাজারে গণসংযোগ এবং সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে মতবিনিময় শেষে নেহালপুর হালদারপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিয় করেন তিনি।

মতবিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই-সংগ্রাম করে। জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে। অন্যায় দুর্র্নীতিমুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ জামায়াতের প্রতিটি কর্মী। মায়ের গর্ভে সন্তান যেমন নিরাপদ, জামায়াতের কাছে এ দেশের প্রতি ইঞ্চি মাটি ও সকল ধর্মের মানুষ তেমনি নিরাপদ থাকবে।’ রুহুল আমিন আগামী নির্বাচনে সকলকে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রদানের অনুরোধ করেন।

এসময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির লিটন মল্লিক, সেক্রেটারি হাসিবুল মাস্টার, জামায়াত নেতা নুরুল আমিন, ডা. এরফান আলী লাল্টু, আশরাফুল, রাজন, আব্দুস সামাদ, নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নেহালপুরে গণসংযোগ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে রুহুল আমিন

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ

আপলোড টাইম : ০৮:৫১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন। গতকাল বুধবার বেলা তিনটা থেকে নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজার, বোয়ালিয়া বাজার ও দোস্ত বাজারে গণসংযোগ এবং সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের সাথে মতবিনিময় শেষে নেহালপুর হালদারপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিয় করেন তিনি।

মতবিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই-সংগ্রাম করে। জামায়াতে ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে। অন্যায় দুর্র্নীতিমুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ জামায়াতের প্রতিটি কর্মী। মায়ের গর্ভে সন্তান যেমন নিরাপদ, জামায়াতের কাছে এ দেশের প্রতি ইঞ্চি মাটি ও সকল ধর্মের মানুষ তেমনি নিরাপদ থাকবে।’ রুহুল আমিন আগামী নির্বাচনে সকলকে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রদানের অনুরোধ করেন।

এসময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাহাবুর রহমান টুকু, নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির লিটন মল্লিক, সেক্রেটারি হাসিবুল মাস্টার, জামায়াত নেতা নুরুল আমিন, ডা. এরফান আলী লাল্টু, আশরাফুল, রাজন, আব্দুস সামাদ, নজরুল ইসলাম প্রমুখ।