জীবননগরে তানজিনা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫ হাজার টাকা জরিমানা, ক্লিনিক সিলগালা
- আপলোড টাইম : ০৮:৪৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
জীবননগরে তানজিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানাসহ ক্লিনিকটি সিলগালা করেছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জীবননগর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা। অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান এবং অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে তানজিনা ক্লিনিকের মালিক সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন বলেন, ‘একটি ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও জনবল তানজিনা ক্লিনিকে ছিল না। মানসম্মত চিকিৎসা ব্যবস্থা না থাকায় এটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা বলেন, ‘অভিযানে ক্লিনিক থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোর কারণে জরিমানা ও সিলগালা করা হয়েছে। শুধু তানজিনা ক্লিনিক নয়, পর্যায়ক্রমে সব ক্লিনিকে অভিযান চালানো হবে। যাদের অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’