ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরে সাধু সঙ্গ ও বাউল গানের আসর

প্রতিবেদক, কুড়ুলগাছি:
  • আপলোড টাইম : ০৮:৩৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ৪৯ বার পড়া হয়েছে

‘এমন সমাজ কবে গো সৃজনে তোর, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, জাতি-গোত্র ভেদ নাহি রবে’-এই স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে ১৮তম শুভ সাধু সঙ্গ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় হরিশ্চন্দ্রপুর নতুন গ্রামের সদর আশ্রম কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি সদস্য এলাহি বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আসরে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সদস্য মাহফুজ মিয়া। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাধু সঙ্গ ও বাউল গানের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় প্রধান বক্তা ছিলেন তরিকতে আহলে বাইত উপদেষ্টা হাফিজ মাস্টার, দ্বিতীয় বক্তা ছিলেন তরিকতে আহলে বাইত কুষ্টিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. শামসুল আলম ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সদর আশ্রমের তরিকতে আহলে বাইতের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম চিশতি। এছাড়াও বক্তব্য দেন আব্দুল হান্নান চিশতি, জীবননগরের ধোপাখালীর খাজা মাস্টার, হরিশ্চন্দ্রপুর গ্রামের মাওলানা মো. আনসার উদ্দিন।

আলোচনা সভা শেষে বাউল গানের আসর বসে। এতে সঙ্গীত পরিবেশন করেন- রাজবাড়ি থেকে আগত আয়নাল বয়াতি, জাকির বয়াতি, মনতাজ বয়াতি, রাহেলা বয়াতি, আলমডাঙ্গার আজগার আলী, চিৎলার আলাউদ্দিন বয়াতি। এছাড়াও বিভিন্ন গ্রামের বাউল শিল্পীরা পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আ. গফুর সাইজী এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন চিশতি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কুড়ুলগাছির হরিশ্চন্দ্রপুরে সাধু সঙ্গ ও বাউল গানের আসর

আপলোড টাইম : ০৮:৩৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

‘এমন সমাজ কবে গো সৃজনে তোর, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান, জাতি-গোত্র ভেদ নাহি রবে’-এই স্লোগানে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে ১৮তম শুভ সাধু সঙ্গ ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় হরিশ্চন্দ্রপুর নতুন গ্রামের সদর আশ্রম কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপি সদস্য এলাহি বক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আসরে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সদস্য মাহফুজ মিয়া। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাধু সঙ্গ ও বাউল গানের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় প্রধান বক্তা ছিলেন তরিকতে আহলে বাইত উপদেষ্টা হাফিজ মাস্টার, দ্বিতীয় বক্তা ছিলেন তরিকতে আহলে বাইত কুষ্টিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. শামসুল আলম ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সদর আশ্রমের তরিকতে আহলে বাইতের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম চিশতি। এছাড়াও বক্তব্য দেন আব্দুল হান্নান চিশতি, জীবননগরের ধোপাখালীর খাজা মাস্টার, হরিশ্চন্দ্রপুর গ্রামের মাওলানা মো. আনসার উদ্দিন।

আলোচনা সভা শেষে বাউল গানের আসর বসে। এতে সঙ্গীত পরিবেশন করেন- রাজবাড়ি থেকে আগত আয়নাল বয়াতি, জাকির বয়াতি, মনতাজ বয়াতি, রাহেলা বয়াতি, আলমডাঙ্গার আজগার আলী, চিৎলার আলাউদ্দিন বয়াতি। এছাড়াও বিভিন্ন গ্রামের বাউল শিল্পীরা পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আ. গফুর সাইজী এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার হোসেন চিশতি।