মেহেরপুরে ভ্যান ও ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৮:২২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অভিযানের ‘অপারেশন ডেভিল হান্ট’ অংশ হিসেবে সদর-থানা অভিযান চালিয়ে চারজন ভ্যান ও ইজিবাইক চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে। এই অভিযানে ২টি ব্যাটারিচালিত পাখিভ্যানসহ একটি চোরাই ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়াডের্র নতুনপাড়ার মৃত তোয়াজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪২), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়ার আমিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৬), সদর উপজেলার নূরপুর পশ্চিম পাড়ার চাঁদ আলীর ছেলে জামারুল আলী (৩৮) ও সদর উপজেলার ডাকঘরপাড়ার জনির ছেলে শিশির (২৩)। তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানার মামলা নম্বর ৩০, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে “অপারেশন ডেভিল হান্ট” চলমান থাকবে।