ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

মেহেরপুরে সড়কে ১৪টি মামলায় ১৮২০০ টাকা জরিমানা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৮:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ট্র‍্যাফিক পরিদর্শক ইসমাইল হোসেন ও বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান।

এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানো, অবৈধভাবে যাত্রী ও কাঠ বহন, নিয়মবহির্ভূতভাবে ট্রাকের কার্গো তৈরি (সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ও ৮৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৪টি মামলায় ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে সড়কে ১৪টি মামলায় ১৮২০০ টাকা জরিমানা

আপলোড টাইম : ০৮:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এ ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ট্র‍্যাফিক পরিদর্শক ইসমাইল হোসেন ও বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান।

এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানো, অবৈধভাবে যাত্রী ও কাঠ বহন, নিয়মবহির্ভূতভাবে ট্রাকের কার্গো তৈরি (সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪০ ও ৮৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৪টি মামলায় ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।