শিরোনাম:
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ফল ব্যবসায়ীকে জরিমানা
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৮:১৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের বারাদি বাজারে এই বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে বারাদী বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় দ্রব্যমূল্যের তালিকা না থাকায় বারাদি বাজারে ৩ ফল ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন টাস্ক ফোর্সের সদস্য ও ক্যাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, সদস্য আশিক রাব্বি প্রমুখ।