ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দামুড়হুদার কুষোডাঙ্গায় ঝগড়ার পর দম্পতির বিষপান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

দামুড়হুদায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলার কুষোডাঙ্গা গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বিষপান করা দম্পতি হলেন- দামুড়হুদার কুষোডাঙ্গা স্কুলপাড়ার কৃষক রহিম মণ্ডল (৪৫) ও তার স্ত্রী আইলহাঁস বুড়োপাড়া গ্রামের খলিল হোসেনের মেয়ে সালমা খাতুন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিম মণ্ডল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া হতো। গতকাল দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন রহিম। এরপর তার সঙ্গে স্ত্রীর তর্ক হয়। একপর্যায়ে অভিমান করে সালমা বাড়িতে থাকা কৃষিকাজে ব্যবহৃত পোকানাশক (পেস্টিসাইড) পান করেন। স্ত্রীর বিষপানের পরপরই রহিমও একই বিষপান করেন। এসময় পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

রহিম মণ্ডলের মা আনোয়ারা বেগম বলেন, ‘রহিম দুপুরে মাঠ থেকে বাড়িতে ফেরে। আমি দোকানে গিয়েছিলাম। বাড়িতে ফিরে শুনি, ছেলে ও তার বউ বিষপান করেছে।’ সালমা খাতুনের পিতা খলিল হোসেন বলেন, ‘মোবাইলে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। ওদের অবস্থা ভালো না। দুজনেই একসঙ্গে বিষ খেয়েছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, ‘বেলা আড়াইটার দিকে ওই দম্পতিকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানান, রহিম মাদকাসক্ত এবং পারিবারিক কলহের জেরে তারা বিষপান করেছেন। আমরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদের ভর্তি রাখি। তবে দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার কুষোডাঙ্গায় ঝগড়ার পর দম্পতির বিষপান

আপলোড টাইম : ০৮:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে উপজেলার কুষোডাঙ্গা গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বিষপান করা দম্পতি হলেন- দামুড়হুদার কুষোডাঙ্গা স্কুলপাড়ার কৃষক রহিম মণ্ডল (৪৫) ও তার স্ত্রী আইলহাঁস বুড়োপাড়া গ্রামের খলিল হোসেনের মেয়ে সালমা খাতুন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিম মণ্ডল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া হতো। গতকাল দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফেরেন রহিম। এরপর তার সঙ্গে স্ত্রীর তর্ক হয়। একপর্যায়ে অভিমান করে সালমা বাড়িতে থাকা কৃষিকাজে ব্যবহৃত পোকানাশক (পেস্টিসাইড) পান করেন। স্ত্রীর বিষপানের পরপরই রহিমও একই বিষপান করেন। এসময় পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

রহিম মণ্ডলের মা আনোয়ারা বেগম বলেন, ‘রহিম দুপুরে মাঠ থেকে বাড়িতে ফেরে। আমি দোকানে গিয়েছিলাম। বাড়িতে ফিরে শুনি, ছেলে ও তার বউ বিষপান করেছে।’ সালমা খাতুনের পিতা খলিল হোসেন বলেন, ‘মোবাইলে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। ওদের অবস্থা ভালো না। দুজনেই একসঙ্গে বিষ খেয়েছে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিন ইসলাম বলেন, ‘বেলা আড়াইটার দিকে ওই দম্পতিকে হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানান, রহিম মাদকাসক্ত এবং পারিবারিক কলহের জেরে তারা বিষপান করেছেন। আমরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদের ভর্তি রাখি। তবে দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’