ইপেপার । আজ শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দামুড়হুদায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে একজন নিহত

বাড়ি ফেরা হলো না ছানা ব্যবসায়ীর

প্রতিবেদেক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

দামুড়হুদায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ছানা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ডের সাদমান ট্রেডার্স সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছানা ব্যবসায়ী উপজেলার হাতিভাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত আবু বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ছানা বিক্রির জন্য বাড়ি থেকে বের হন আব্দুর রাজ্জাক। ছানা বিক্রি শেষে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদায় বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এসময় লেগুনার চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ছানা ব্যবসয়ীকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রাজ্জাকের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, তার চাচা সকাল থেকে দুধ সংগ্রহ করেন, এবং তা দিয়ে ছানা তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রি করেন। গতকালও ছানা বিক্রি শেষে চুয়াডাঙ্গা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে একটি লেগুনা ধাক্কায় তিনি জখম হন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরহ চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার আব্দুর রাজ্জাককে রাত আটটার দিকে জরুরি বিভাগে আনে স্থানীয়রা। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মত্যু হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে একজন নিহত

বাড়ি ফেরা হলো না ছানা ব্যবসায়ীর

আপলোড টাইম : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদায় লেগুনার চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৮) নামের এক ছানা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা বাসস্ট্যান্ডের সাদমান ট্রেডার্স সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছানা ব্যবসায়ী উপজেলার হাতিভাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত আবু বক্সের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ছানা বিক্রির জন্য বাড়ি থেকে বের হন আব্দুর রাজ্জাক। ছানা বিক্রি শেষে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদায় বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এসময় লেগুনার চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ছানা ব্যবসয়ীকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রাজ্জাকের ভাতিজা শহিদুল ইসলাম বলেন, তার চাচা সকাল থেকে দুধ সংগ্রহ করেন, এবং তা দিয়ে ছানা তৈরি করে বিভিন্ন দোকানে বিক্রি করেন। গতকালও ছানা বিক্রি শেষে চুয়াডাঙ্গা থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে একটি লেগুনা ধাক্কায় তিনি জখম হন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরহ চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার আব্দুর রাজ্জাককে রাত আটটার দিকে জরুরি বিভাগে আনে স্থানীয়রা। এসময় পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মত্যু হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’