আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- আপলোড টাইম : ০৮:১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
- / ৩৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইলহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন-রশিদ বিশ্বাস, চুয়াডাঙ্গা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা, সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের অধ্যাপক মারুফ হোসেন, তিওরবিলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, আহমদ আলী মালিতা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোছা. শাহানারা খাতুন, সহকারী শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক জাহান আলী, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, মানোয়ার হোসেন, ইকবাল মাহমুদ, তানভীর আহমেদ, আব্দুল খালেক, চম্পা খাতুন, লাইব্রেরিয়ান শিক্ষক মানোয়ার হোসেন, অফিস সহকারী মহসিন আলী, সেলিমুজ্জামান, এমএলএস এস সুশান্ত শর্মা, শাহিন আলম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।